আজ, বছরের প্রথম দিন রাজ্যজুড়ে পালিত হচ্ছে কল্পতরু উৎসব । সকাল থেকেই দক্ষিণেশ্বরে (Dakhineswar Temple) ভক্তদের ভিড় । গত দু'বছর আগের চেনা ভিড়ের ছবি দেখা গেল মা ভবতারিণীর মন্দিরে । এদিন, সকাল থেকেই বহু ভক্তের সমাগম হচ্ছে দক্ষিণেশ্বরে । এদিন, কল্পতরু উৎসবকে (Kalpataru Utsav) কেন্দ্র করে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ল মন্দির চত্বরে ।
মঙ্গলারতি বা দীপারতি দিয়ে শুরু হয়েছে উৎসব । রীতি মেনে মায়ের পুজোও হয় । বছরের প্রথম দিন মায়ের দর্শনের আশায় ভোর থেকে লাইন দিয়েছেন ভক্তরা । বেলা বাড়ার সঙ্গ সঙ্গে লাইন দীর্ঘ হয়েছে । গত দু'বছর করোনায় মানুষ উৎসবে সামিল হতে পারেননি । তাই এবছর যে রেকর্ড ভিড় হবে তা আশাই করেছিলেন মন্দির কর্তৃপক্ষ । নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে বিশাল পুলিশ মোতায়েন রয়েছে মন্দির চত্বরে। আছে উইনার্স টিমও। ভক্তরা যাতে সুষ্ঠুভাবে লাইন দিয়ে পুজো দিতে পারেন, তার জন্য বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে । উল্লেখ্য, এদিন ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত মন্দির খোলা থাকছে ।
আরও পড়ুন, Tarapith: পুজো দিয়েই নতুন বছর শুরু, তারাপীঠ বক্রেশ্বরে দর্শনার্থীদের ঢল, মোতায়েন অতিরিক্ত পুলিশ
১ জানুয়ারি, ১৮৮৬ সাল। কল্পতরু উৎসবের সূচনা করেন রামকৃষ্ণ পরমহংসদেব। কল্পতরু, অর্থাৎ, যা ভক্তের মনস্কামনা পূর্ণ করে৷ কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷ বলেছিলেন, ' তোমাদের চৈতন্য হোক'৷ তারপর থেকে প্রতিবছর জানুয়ারি মাসের পয়লা তারিখে এই উৎসব উদযাপিত হয়। এই দিন রামকৃষ্ণ পরমহংস তাঁর অনুগামীদের কাছে নিজেকে 'ঈশ্বরের অবতার' বলে ঘোষণা করেছিলেন।