এ যেন একেবারে 'বাঘের ঘরে ঘোগের বাসা'। প্রাক্তন নৌসেনা কর্মীর বাড়িতে পুরোদস্তুর ল্যাবরেটরি বানিয়ে তৈরি হচ্ছিল হেরোইন। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়।
জানা গিয়েছে, প্রাক্তন ওই নৌসেনা কর্মী গোলাম মুর্শেদ নিজের বাড়িতেই ফেঁদেছিলেন হেরোইন তৈরির কারখানা। সেই হেরোইন ছড়িয়ে পড়ছিল জেলার গণ্ডি ছাড়িয়ে গোটা রাজ্যে। ভিন্ রাজ্যেও পৌঁছে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেই কারবারের পর্দা ফাঁস করল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গ্রেফতার করা হয়েছে প্রাক্তন ওই নৌসেনা কর্মী গোলাম মুর্শেদ-সহ চার জনকে।
আরও পড়ুন- Delhi crime: বাবার অপমানের বদলা নিতে গুলি চালিয়ে খুনের চেষ্টা নাবালকের
গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ শুক্রবার গভীর রাতে কাটোয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালায় গোলামের বাড়িতে। উদ্ধার হয় প্রচুর পরিমাণে মরফিন এবং নগদ টাকা। ধৃতদের জেরা করে এসপিএফ এবং রাজ্য পুলিশের আধিকারিকেরা জানার চেষ্টা করছেন, ল্যাবরেটরিতে তৈরি করা হেরোইন কোথায় এবং কার কাছে বিক্রি করা হত। কোথা থেকে হেরোইন তৈরির কারিগর আনা হয়েছিল এবং কত দিন ধরে এই ব্যবসা চলছিল।