কৃষ্ণনগর উত্তরে বিজেপির বিধায়ক মুকুল রায়। তিনি কি মানসিকভাবে অসুস্থ! তাঁর দিল্লিযাত্রার দিন থেকেই ছেলে শুভ্রাংশু দাবি করে আসছেন, মুকুল রায় মানসিক ভারসাম্যহীন। যদিও মুকুলের দাবি, পরিবারই তাঁকে মানসিক ভারসাম্যহীন বানাতে চায়।
মানসিক ভারসাম্য না থাকলে কি বিধায়ক পদ থাকবে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নেবেন। তৃণমূল ও বিজেপিও ব্যবস্থা নেওয়ার পক্ষে। তবে মুকুল আদৌ কি অসুস্থ। মনে করছেন না সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য।
দিল্লিতে বসে মুকুল রায় দাবি করেন, তাঁকে মানসিক ভারসাম্যহীন প্রতিপন্ন করার চেষ্টা করছে তাঁরই বাড়ির লোক। মাঝখানে শরীর খারাপ হয়েছিল। তাঁকে পাগল প্রমাণ করার জন্য মনের উপর চাপ দেওয়া হচ্ছিল। তাই বাড়ির কাউকে না জানিয়ে দিল্লিতে আসেন তিনি।
আনন্দবাজার অনলাইনকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মুকুল মানসিক অসুস্থ, এমন অভিযোগ করলে, সেটা মেডিকেল বোর্ডের কাছে পাঠাতে হবে। মেডিকেল বোর্ডের রিপোর্টে খুশি হলে বিধায়ক পদ খারিজের জন্য ব্যবস্থা নেবেন স্পিকার।