এবার থেকে রাজ্যে স্কুল শিক্ষকদের পদোন্নতিতে (promotion) আসছে নয়া নিয়ম। বার্ষিক অ্যাপ্রাইজালের মাধ্যমে হবে পদোন্নতি। অর্থাৎ শিক্ষকদের গুণগত মান যাচাইয়ের ক্ষেত্রে নিয়মমাফিক পদোন্নতির বদলে আসতে চলেছে ‘অ্যাপ্রাইজাল’ (Apprisal) পদ্ধতি। এক্ষেত্রেও বিভিন্ন প্যারামিটার নির্ধারিত হবে। অর্থাৎ এক জন শিক্ষক সময়োপযোগী হচ্ছেন কি না, বিভিন্ন প্রশিক্ষণ নিচ্ছেন কি না, এসবের ওপর জোর দেওয়া হবে।
এদিকে জাতীয় শিক্ষানীতি বলছে, তৈরি হবে ন্যাশনাল প্রোফেসনাল স্ট্যান্ডার্স ফর টিচার্স বা NPST। এর মাধ্যমেই শিক্ষকদের পদোন্নতি বা বেতন বৃদ্ধি হবে।
HS Semester: রাজ্যের শিক্ষাব্যবস্থায় আসতে চলেছে আমূল পরিবর্তন, উচ্চমাধ্যমিক হবে সেমেস্টারে!
রাজ্যের প্রস্তাবিত নয়া শিক্ষানীতি নিয়ে অবশ্য যথেষ্ট সংশয় রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নন্দিনী মুখোপাধ্যায়। রাজ্য সরকার মুখে যতই না বলুক, জাতীয় শিক্ষানীতিই মেনে নিচ্ছে বলে মত তাঁর। কোনও প্যারামিটারের ভিত্তিতে স্কুল শিক্ষকের অ্যাপ্রাইজাল করা আদৌ যুক্তিযুক্ত নয় বলেই মনে করছেন তিনি।