বর্ষা তুঙ্গে। তারমধ্য়েই ইলিশের ভরা মরশুম। আর সেই লোভ সামলাতে না পারার অভিযোগ উঠল ১৩৫ জন ভারতীয় মৎস্যজীবীর বিরুদ্ধে। আন্তর্জাতিক জলসীমা টপকে বাংলাদেশের মধ্য়ে ঢুকে পড়ার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। সেইসঙ্গে আটক করা হয়েছে আটটি ট্রলারও।
কাকদ্বীপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, বুধবার সকালে কয়েকজন মৎস্যজীবী ফোনের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা জানান, ভারতীয় জলসীমা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ার কারণে বাংলাদেশের বাগেরহাট জেলায় মোগলাপোট থানায় ১৩৫ জন মৎসজীবি সহ ৮ টি ট্রলার আটক করে রাখা হয়েছে। ৮ টি ট্রলার ও ১৩৫ জন মৎস্যজীবী দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপের বাসিন্দা।
ফি বছর জুন মাস থেকে শুরু হয় ইলিশের মরশুম। বাঙালির পাতে ইলিশ হাজির করতে গভীর সমুদ্রে পাড়ি দেন এই বাংলার মৎস্যজীবীরা। তেমনই ইলিশ ধরেই গিয়েছিল এই আটটি ট্রলার। অভিযোগ, ভারতীয় জলসীমানা অতিক্রম করে তারা বাংলাদেশে ঢুকে পড়ে। মৎস্য দফতর সূত্রে খবর, ভারতে চলতি বছরের জুন মাসে মাছ ধরার মরশুম শুরু হলেও এখনো প্রতিবেশি বাংলাদেশে ইলিশ শিকারের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। প্রতিবছর ২ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ।
কী ভাবে ভারতীয় মৎস্যজীবীরা বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ল তা তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যে মৎস্য দপ্তরের পক্ষ থেকে মৎস্যজীবীদের ভারতের ফেরানোর জন্য তৎপরতা শুরু হয়েছে।