রাজ্য পুলিশের নয়া ডিজি হলেন রাজীব কুমার। বুধবার এই সিদ্ধান্তে সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একসময় কলকাতা পুলিশের কমিশনার পদে ছিলেন তিনি। সেই আইপিএস অফিসারকেই রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ মুখ্যমন্ত্রীর। আপাতত ভারপ্রাপ্ত ডিজি হিসেবেই কাজ করবেন তিনি।
এর আগে ডিজি পদে ছিলেন মনোজ মালব্য। ২৭ ডিসেম্বর তাঁর অবসর। এই পদ খালি রাখা যাবে না। তাই রাজীব কুমারকেই রাজ্য পুলিশের ডিজি হিসেবে ঘোষণা রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর।
২০১৯ সালে রাজীব কুমারের বাড়িতে হানা দেন সিবিআই। একটি চিটফান্ড মামলার তদন্তে নাম জড়ায় রাজীব কুমারের। কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের ভিতরে প্রবেশ করতে দেয়নি কমিশনারের নিরাপত্তারক্ষীরা। এই ঘটনায় মুখ্যমন্ত্রী নিজে ধর্নায় বসেন। পাশে দেখা যায় রাজীব কুমারকে।