২৫ জানুয়ারি দলমত নির্বিশেষে নাগরিক মিছিলএর ডাক দিল আইএসএফ। ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকির নিঃশর্ত মুক্তির দাবিতে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। বুধবার বেলা ১টায় শিয়ালদহ থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলায় এসে শেষ হবে বলেই খবর। পরদিন, ২৬ জানুয়ারি আইএসএফের তরফে পথসভার আয়োজন করা হয়েছে। এরপর ২৯ জানুয়ারি নৌশাদ সিদ্দিকি-সহ ধৃত আইএসএফ কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজ্যের বিভিন্ন থানায় স্মারকলিপি জমা দেওয়ার কথা রয়েছে বামেদের জোটসঙ্গীর। পাশাপাশি, জেলায় জেলায় মুখে কালো কাপড় বেঁধে মিছিল হবে বলেও খবর।
শনিবার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে ভাঙ্গড়ে আক্রান্ত হন আইএসএফের কর্মী-সমর্থকরা। অভিযোগ, তাঁদের বাঁচাতে গিয়ে তৃণমূলের আক্রমণের মুখে পড়েন ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকিও। ইঁটের আঘাতে তাঁর গাড়ির কাচ ভেঙে যায় বলেও খবর। সেখান থেকে কোনরকমে বেড়িয়ে আসার পর ধর্মতলা চত্বরে অবরোধের ডাক দেয় আইএসএফ নেতৃত্ব। সেখানে অবরোধ ওঠাতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় আইএসএফ কর্মী-সমর্থকদের মধ্যে। সেখান থেকেই নৌশাদ সিদ্দিকি সহ ১৪জন নেতা-কর্মীকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এমনকি, সংঘর্ষের ঘটনায় সোমবারও এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করে ভাঙড় থানা।
আরও পড়ুন- WBSSC Scam: তাঁদের ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে থাকতেন তাপস মণ্ডল, ইডিকে তদন্তের আর্জি কুন্তল ঘোষের স্ত্রীর