নওশাদ সিদ্দিকি-সহ নেতাকর্মীদের গ্রেফতারির প্রতিবাদে আজ শহরের রাজপথে ISF-এর মিছিল (ISF Rally) । এদিন,মিছিল শুরু হবে দুপুর ১ টায় । শিয়ালদহ (Sealdah) থেকে ধর্মতলা (Dharmatala) পর্যন্ত হাঁটবেন হাজার হাজার ISF কর্মী । যদিও, এই মিছিল দল মত নির্বিশেষে । তবে মিছিলের জন্য শহরের বেশ কিছু জায়গায় যানজট থাকতে পারে । বুধবার দুপুরের পর কিছু ক্ষণের জন্য স্তব্ধও হয়ে যেতে পারে রাজপথ ।
কোন পথে যানজট বেশি হবে, কোন পথ এড়াবেন দেখে নিন । ট্রাফিক পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুর ২টো নাগাদ শিয়ালদহ, এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং, জওহর লাল নেহরু রোডে এই মিছিলের প্রভাব পড়তে পারে । আবার ৪টের মিছিলে যানজটের সমস্যা হতে পারে ফিলিপ্স মোড়, আনন্দপালিত, ট্রেড লেন মোড়, বৈশালি মোড়, পঞ্চানন তলা, সরকার বাজার, বরফকল মোড়, মৌলালিতে । সব মিলিয়ে উত্তর ও দক্ষিণ কলকাতার বেশ কিছু অংশ আজ অচল হয়ে পড়তে পারে । মিছিলে যেমন লোক হবে, সেই ভিত্তিতে অন্য রাস্তা দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হতে পারে । ভিড় অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ (Traffic Police) ।
আরও পড়ুন, Saraswati Puja Asansol: বাগদেবীর আরাধনা, নিজের হাতে স্কুলের জন্য মূর্তি গড়লেন অষ্টম শ্রেণির ছাত্র
শনিবার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে ভাঙড়ে আক্রান্ত হন আইএসএফের কর্মী-সমর্থকরা। অভিযোগ, তাঁদের বাঁচাতে গিয়ে তৃণমূলের আক্রমণের মুখে পড়েন ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকিও। ইঁটের আঘাতে তাঁর গাড়ির কাচ ভেঙে যায় বলেও খবর। সেখান থেকে কোনরকমে বেড়িয়ে আসার পর ধর্মতলা চত্বরে অবরোধের ডাক দেয় আইএসএফ নেতৃত্ব। সেখানে অবরোধ ওঠাতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় আইএসএফ কর্মী-সমর্থকদের মধ্যে। সেখান থেকেই নৌশাদ সিদ্দিকি সহ ১৪জন নেতা-কর্মীকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তারই প্রতিবাদে আজ, বুধবার রাজপথে দলমত নির্বিশেষে নাগরিক মিছিলের ডাক দিল আইএসএফ । ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকির নিঃশর্ত মুক্তির দাবিতে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে।