বামেদের সঙ্গে তিন দফা বৈঠক করেছে ISF। সবশেষে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে দলের কার্যকরী সভাপতি সামসুর আলি মল্লিক জানান মোট ৮টি আসনে লড়বেন তাঁরা। তার মধ্যে রয়েছে যাদবপুর কেন্দ্র। যদিও বামেদের তরফে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী করা হলে ওই কেন্দ্রেও ছাড়তে রাজি রয়েছেন তাঁরা। বামফ্রন্টকে এমনই শর্ত দিয়েছেন বলে জানিয়েছেন সামসুর আলি মল্লিক।
কোন কোন কেন্দ্রে প্রার্থী দেবে ISF?
বামেদের সঙ্গে আলোচনার যে আটটি কেন্দ্রে ISF-প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেগুলি হল বারাসত, বসিরহাট, মথুরাপুর, যাদবপুর, শ্রীরামপুর, উলুবেড়িয়া, মালদা দক্ষিণ এবং মুর্শিদাবাদ। এর মধ্যে যাদবপুর কেন্দ্রটি ছেড়ে দিলে বালুরঘাট, ঝাড়গ্রাম এবং জয়নগরের মধ্যে কোনও একটি কেন্দ্র থেকে প্রার্থী দেবে নওশাদ সিদ্দিকির দল।
যাদবপুরে ভোটের লড়াই
এদিকে বৃহস্পতিবার সন্ধে নাগাদ ১৬টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সেখানে যাদবপুর কেন্দ্র থেকে সৃজন ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে। অর্থাৎ ওই কেন্দ্রে ফের প্রার্থী দেবে ISF।