পড়শি দুই রাজ্য ওড়িশা এবং ঝাড়খণ্ডের মদ প্রস্তুতকারক সংস্থায় তল্লাশির সূত্র ধরেই এবার রাজ্যের এক মদ কারখানায় হানা দিল আয়কর দফতর। জানা গিয়েছে, সোমবার নদীয়ার কল্যাণীর 'অ্যালায়েড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স লিমিটেড' নামক এক মদের কারখানায় হানা দিয়েছেন আয়কর দফতরের আধিকারিকেরা।
সোমবার ছয় জনের একটি দল কল্যাণীর পাঁচ নম্বর ওয়ার্ডের ওই মদের কারখানায় আচমকাই হানা দেয়। প্রথমে কারখানার নথি পরীক্ষা করা হয়। জিজ্ঞাসাবাদ করা হয় কর্মী ও আধিকারিকদের। অসঙ্গতি মিলতেই শুরু হয় তল্লাশি। এখনও তল্লাশি চলছে ওই কারখানায়।
আরও পড়ুন - মরসুমের শীতলতম দিন পুরুলিয়ায়, বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?
কেন্দ্রীয়বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেছে গোটা কারখানা। বাইরে থেকে কাউকে ভেতরে বা ভিতর থেকে কাউকে বাইরে বেরোনোর অনুমতি দেওয়া হয়নি। এখনও জিজ্ঞাসাবাদ চলছে বলেই জানা গিয়েছে।