তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা সিবিআইয়ের দফতর থেকে মুক্তি পেয়েছেন। এবার তা নিয়ে মুখ খুললেন তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত, তেহট্ট ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ইতি সরকার। বিধায়ক ছাড়া পেতেই ইতি জানিয়েছেন,তিনি দুপুরে ব্যাপারটি জানতে পেরেছেন। তাঁর দৃঢ় বিশ্বাস ছিল কাকু ফিরে আসবেন।
মঙ্গলবার দিনভর বিধায়ক তাপস সাহাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। রাতে সেখান থেকে বিধায়ক মুক্তি পেলেও ফের তাঁকে ডাকা হতে পারে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন - উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ঘটনায় সিবিআই তদন্তের দাবি, মামলা হাইকোর্টে
সোমবার রাতেই ইমেল মারফত কলকাতার সিবিআই দফতর নিজ়াম প্যালেস থেকে তাঁদের দফতরে হাজিরা দেওয়ার নোটিস যায় তাপসের কাছে। এরপর মঙ্গলবার ভোরেই নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি। সারাদিন চলে জিজ্ঞাসাবাদ।