বাংলার মুকুটে নয়া পালক। বিষয়ভিত্তিক বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ভারত সেরার তকমা পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ব়্যাঙ্কিং-এ দর্শন বিভাগে ভারতসেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুরের সঙ্গে যুগ্মভাবে সেরা দিল্লি বিশ্ববিদ্যালয়। বিষয়ভিত্তিক বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ভারত সেরা জেএনইউ।
কৃষি ও বনায়ন বিভাগেও দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুগ্মভাবে ভারত সেরা আইআইটি খড়গপুর। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ব়্যাঙ্কিংয়ে ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সবথেকে ভাল ফল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। ইংরেজি সাহিত্য, ভাষাতত্ত্ব, অ্যানথ্রোপলজি, ইতিহাস বিভাগে ভারত সেরা হয়েছেন জেএনইউ।
সব মিলিয়ে এবার ভারত থেকে ৬৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। জেএনইউ, দিল্লি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও আইআইটি খড়গপুর ভাল করেছে। সমীক্ষা অনুয়ায়ী, ৭২ শতাংশ ক্ষেত্রে ভারতের বিশ্ববিদ্যালয়গুলি উন্নতি করেছে। পতন হয়েছে ১৮৭ শতাংশ।