জাহাঙ্গিরপুরীর হিংসার (Jahangirpuri violence) ঘটনায় মূল অভিযুক্ত নীতু ওরফে ফরিদকে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল।
জাহাঙ্গিরপুরীতে (Jahangirpuri violence) ওই ঘটনার পর ট্রেন ধরে নীতু হাওড়ায় পালিয়ে আসে। তার পর সেখান থেকে বাস ধরে সোজা চলে যায় তমলুকে আত্মীয়ের বাড়িতে। ওখানেই এত দিন ঘাপটি মেরে ছিলে নীতু। এর পর মোবাইল লোকেশন ট্র্যাক করেই তাঁকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: ইউক্রেন থেকে ফেরা মেডিকেল পড়ুয়াদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জানা গিয়েছে ,এই ব্যক্তি জাহাঙ্গীরপুরীর ঘটনার (Jahangirpuri violence accused arrested from Tamluk) সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল। তারপরই গা ঢাকা দেওয়ার জন্য দিল্লি ছেড়ে চম্পট দেয়। আশ্রয় নেয় কলকাতার গোপন ডেরায়। দিল্লি পুলিশ (Delhi police) জানিয়েছে, কলকাতা সহ গোটা বাংলায় দিল্লি পুলিশের বেশ কয়েকটি দল মোতায়েন করা হয়েছিল, অভিযুক্তদের গতিবিধি জানতে। সেই সূত্র ধরেই সন্ধান পাওয়া যায় নীতু ওরফে ফরিদের। বৃহস্পতিবারই ধৃতকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে।
দিল্লির জাহাঙ্গীরপুরিতে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। ভাঙচুর, পাথর বৃষ্টি সবই চলে। ঘটনার জেরে ব্যাপক সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামলাতে এলাকায় বিশাল সংখ্যক পুলিশবাহিনী মোতায়েন করা হয়। তারই সঙ্গে চলে ধরপাকড়। পরে, মিছিলে অংশগ্রহণকারীরা পুলিশের কাছে অভিযোগ করেন, এই হামলার পিছনে রয়েছে ভিনরাজ্যের লোকজন। বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে যাওয়া সংখ্যালঘুরা। তারপরই সিসিটিভি ফুটেজ দেখে চলে অভিযুক্তদের শনাক্ত করার কাজ।