একটা সময় ছিল, ডাকাতি করতে আসার আগে গৃহকর্তার কাছে চিঠি আসত। সেই পুরনো পদ্ধতিই একটু অন্যরকমভাবে অবলম্বন করল চোর। গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে গৃহকর্তাকে চিঠি পাঠিয়ে ব্ল্যাকমেল। মোটা টাকা আদায়ের অভিযোগে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে। ধৃত ওই যুবকের নাম সুদীপ রায়। বয়স ২৯।
পুলিশ সূত্রের খবর, ওয়াকারগঞ্জের বাসিন্দা ওই যুবক। এর আগেও রাজবাড়ি পাড়া, ওয়াকারগঞ্জ, টোপামারি-সহ বেশ কিছু এলাকা থেকে চুরির অভিযোগ এসেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ওই যুবক বাড়িতে ঢুকে প্রথমে গুরুত্বপূর্ণ নথি চুরি করে। পরে ওই বাড়ির মালিককে সে চিঠি পাঠায়। প্রয়োজনীয় নথি ফেরত পেতে হলে মোটা টাকা পাঠাতে হবে। এরপর থেকেই ওই যুবকের খোঁজেই ছিল পুলিশ।
মঙ্গলবার রাজবাড়ি পাড়া এলাকা থেকে এক টোটো চালককে আটক করে পুলিশ। অভিযোগ, ওই এলাকার এক বাসিন্দাকে ওই চোর যুবকের চিঠি পৌঁছে দিতে গিয়েছিল সে। কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার জানান, ওই টোটো চালককে গ্রেফতার করতেই অভিযুক্ত যুবক সুদীপের খোঁজ মেলে।
এর আগেও চুরির একাধিকবার ওই যুবককে গ্রেফতার করেছে সুদীপের হাতের লেখা পরীক্ষা করে জানা গিয়েছে ওই চিঠি সুদীপের লেখা। জিজ্ঞাসাবাদ করতেই চুরির কথা স্বীকার করে অভিযুক্ত। বুধবার ধৃতকে আদালতে তোলা হলে ৬ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয় তাকে।