শিক্ষার অধিকার রক্ষার দাবিতে ঝাড়গ্রামের (Jhargram) জামবনিতে বিক্ষোভ। সোমবার সকালে, বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের জামবনি ব্লক কমিটি। যার জেরে বন্ধ হয়ে গিয়েছে জাতীয় সড়কের (National Highway) যান চলাচল।
এই সংগঠনের অভিযোগ, অল চিকি হরফের সাঁওতালি ভাষায় পঠন পাঠন নিয়ে রাজ্য সরকার কোনও পদক্ষেপ করছে না। ফলে, মাতৃভাষায় পঠন পাঠনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তাঁদের ছেলেমেয়েরাও।
আরও পড়ুন- গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিড আক্রান্তের সংখ্যা শূন্য, মৃত্যুও নেই, স্বস্তিতে রাজ্য
এই কারণেই সোমবার সকাল থেকে জামবনি ব্লকের সাবলমারা বিদ্যালয়ে অল চিকি হরফে পঠন পাঠন, শিক্ষক নিয়োগ-সহ একাধিক দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে এই সংগঠন।