একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ে পথে নেমেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারবার অভিযোগ করেছেন, ১০০ দিনের কাজে যুক্ত শ্রমিকদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না। রাজ্য সফরে এসে সেই একশো দিনের কাজ নিয়েই জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। তাঁর দাবি, গত তিন বছর ধরে কেন্দ্রের এই প্রকল্পের হিসাব দিচ্ছে না রাজ্য। তাই নিয়ম মেনে টাকা দিতে পারছে না কেন্দ্র। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Ray)। তিনি জানিয়েছেন, "বিজেপি সভাপতি মিথ্যুক"।
এদিন বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেন, "তিন বছর ধরে এই প্রকল্পের হিসাব পাঠায়নি রাজ্য। মমতা দিদি কি হিসাব দিতে ভুলে গিয়েছেন! যে কোনও প্রকল্পের টাকা পেতে গেলে সময়ে হিসাব দিতে হয়। কেন্দ্র যদি হিসেব না পেয়ে টাকা পাঠায়, সেটা ভুল হবে।" এই ইস্যু নিয়ে রাজ্যের বিজেপি নেতাদেরও রাস্তায় নামার পরামর্শ দেন তিনি।
আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলাতেও সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের
এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। টুইট করে তিনি লেখেন, "বিজেপি সভাপতি মিথ্যুক। তিনি এখনও বুঝতে পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১০ কোটি বঙ্গবাসী আছেন। দিদির নেতৃত্বে বাংলাকে ভাগ করার সব ধরনের চক্রান্ত ব্যর্থ করবে মানুষ।"