ফের রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে মেল করলেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের অভিযোগ, রাজ্য সরকারের তরফে দেওয়া প্রতিশ্রুতি পালন করা হচ্ছে না। এরপর ফের বৃহস্পতিবার মনোজ পন্থকে চিঠি পাঠালেন আন্দোলনকারীরা।
গত ১৯ সেপ্টেম্বর মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। টাস্ক ফোর্সের কমিটির সঙ্গে বৈঠক করেন তাঁরা। তারপর স্বাস্থ্য ভবনের সামনে ধরনা তুলে নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার ফের মুখ্যসচিবকে চিঠি পাঠালেন আন্দোলনকারীরা।
কী কী লেখা রয়েছে?
মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, থ্রেট কালচারে মদতদাতা মেডিক্যাল কাউন্সিলের সদস্যদের বিরুদ্ধে সাত দিনের মধ্যে পদক্ষেপ,ব়্যাগিং বিরোধী কমিটি গঠন, হস্টেল কমিটি গঠন, হাউস স্টাফ সিলেকশন কমিটি গঠন, হাসপাতালে টাস্কফোর্স গঠন, ছাত্র সংসদ নির্বাচন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য স্বচ্ছ এবং যথাযত নীতি তৈরি।
চিঠিতে জুনিয়র ডাক্তাদের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে, বৈঠকে রাজ্যের তরফে প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও তা মানা হচ্ছে না। কেন মানা হচ্ছে না সেই নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সেই বিষয়ে উত্তর চেয়েই চিঠি পাঠানো হয়েছে মুখ্যসচিবকে।
RG কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে লাগাতার আন্দোলন করেন জুনিয়র ডাক্তাররা। প্রথমে লালবাজার অভিযান এবং তারপর স্বাস্থ্য ভবন অভিযান করেন তাঁরা। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকের পর নবান্নেও মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।