সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে এবার মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, 'আমি তো নিজে সরাচ্ছি না। এটা সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে। একটা ডিসিপ্লিন আছে। সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত। হাইকোর্ট হিসেবে সুপ্রিম কোর্টকে মেনে চলি, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে সেটা মেনে চলতে হবে।'
শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । তারপর থেকেই শুরু হয়েছিল জল্পনা। দিনভর জল্পনা চলার পর শুক্রবার রাত ৯টা ৩৯ মিনিটে কলকাতা হাই কোর্টে নিজের চেম্বার থেকে বেরোন তিনি। সেখানে সাংবাদিকদের সামনে মুখ খোলেন তিনি। জানান, সুপ্রিম কোর্টের কথাই মেনে চলবেন তিনি।
চাকরিহারাদের উদ্দেশেও এদিন বার্তা দেন বিচারপতি। তিনি বলেন, 'মামলা সরে যাওয়ায় কারও ব্যক্তিগত ভাবে মন খারাপ হলেও কিছু করার নেই। '