সকাল থেকেই মাতৃ আরধনা (Kali Puja 2023) শুরু হয়েছে রাজ্যে। তার থেকে ব্যতিক্রম নয় দক্ষিণেশ্বরের (Dakhineshwar) ভবতারিনীর মন্দির। সকাল থেকে ভক্তদের ঢল। বেলা বাড়ার সঙ্গেই আরও বাড়ছে ভিড়।
পঞ্জিকা মতে, দুপুরেই পড়েছে অমাবস্যা। সেই কারণেই সকাল থেকেই ভিড় রয়েছে চোখে পড়ার মতো। বেলা বাড়তেই গঙ্গার ঘাট থেকে শুরু করে নাট মন্দির ও চাতাল জুড়ে লাখো ভক্তের ভিড় উপচে পড়ছে। নাট মন্দির প্রাঙ্গনে বেশ কয়েকটি লাইন দিয়ে পুজোর ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন - দক্ষিণেশ্বরে দীপাণ্বিতা কালী পুজোর প্রস্তুতি, সকাল থেকেই দর্শণার্থীদের ভিড়
রবিবার ভোর সাড়ে ৫টায় মন্দির খোলা হয়েছে। মন্দির খোলার পর বিশেষ আরতি হয়। এরপর দুপুর থেকে শুরু হবে মা ভবতারিণীর পুজো। সঙ্গে রয়েছে সন্ধ্যারতি ও বিশেষ পুজোরও আয়োজন করা হয়েছে। এবার সারারাত খোলা থাকবে মন্দির। মন্দিরের মধ্যে থেকে পুজো দেখার পাশাপাশি থাকবে জায়ান্ট স্ক্রিনও।