দ্বিতীয় স্ত্রী মৃত্যুর কথা কাউকেই জানাননি স্বামী, চুপি চুপি পুঁতে দিয়েছিলেন বাড়ির সামনের ফাঁকা জায়গায়। মঙ্গলবার মাটি খুঁড়ে দেহ তুলল খড়গপুর (Kharagpur News) গ্রামীন পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। আটক করা হয়েছে তরুণ সিংহ নামে ওই ব্যক্তিকে।
প্রতিবেশী সূত্রের খবর, প্রায় দশ বছর আগে পবিত্রা নামে এক মহিলাকে বিয়ে করেন তরুণ। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। এরপর থেকে নিত্যদিন সংসারে অশান্তি চলত। তরুণের বিরুদ্ধে স্ত্রীকে শারীরিক অত্যাচারের অভিযোগও ছিল। সোমবার আচমকারী মারা যান পবিত্রা।
কাউকে কোনও কথা জানায়নি তরুণ। সকলের অজান্তেই নিজের স্ত্রীকে বাড়ির সামনের জমিতে কবর দিয়ে দেন। এলাকার কয়েকজন কবর দেওয়ার বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। মঙ্গলবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর খুঁড়ে দেহ উদ্ধার করা হয়। আটক করা হয় তরুণকে।
আরও পড়ুন- পঞ্চায়েত ভোটের আগে গোসাবায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, অভিযোগ দলের একাংশের বিরুদ্ধে
কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পবিত্রাকে খুন করে পুঁতে দেওয়া হয়েছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।