পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে কাতারের (Qatar) দুরত্ব কয়েক হাজার কিলোমিটার। কিন্তু ফুটবল (Football World Cup) কি আর কাল সীমানার গন্ডি মানে? মানে না। আর তাই কয়েক হাজার কিলোমিটার দূরে মেসি (Messi) মাঠ মাতাচ্ছেন আর সেই আঁচ পড়ছে বাংলায়। এমনিই ফুটবল আর বাঙালি ওতপ্রোত ভাবে জড়িয়ে। তার উপর বিশ্বকাপ (world Cup)। ফলে, বাঙালি যে ফুটবল জ্বরে কাঁপছে তা আর বলার অপেক্ষা রাখে না। সেই জ্বরের ছোঁয়া লেগেছে হাওড়ার (Howrah) একটি মিষ্টির দোকানে। তৈরি করা হয়েছে ক্ষীরের মেসি।
আর্জেন্টিনাময় হয়ে উঠেছে হাওড়ার গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডার। যেখানে গেলে মনে হবে আপনি পৌঁছে গেছেন আর্জেন্টিনার কোনও এক মিষ্টির দোকানে। অবশ্যই আর্জেন্টিনায় মিষ্টির দোকান আছে কি না জানা নেই। তবে, বাঙালির মিষ্টির দোকানে অবশ্যই এক টুকরো আর্জেন্টিনা পেয়ে যাবেন। যেখানে ক্ষীর দিয়ে তৈরি করা হয়েছে মেসির মূর্তি।
আরও পড়ুন- জেলা থেকে কলকাতা, সন্ধ্যার আকাশে রহস্যময় আলো, কৌতূহলে রাজ্যবাসী
এছাড়াও রয়েছে আর্জেন্টিনার জার্সি অর্থাৎ নীল সাদা রসগোল্লা, সন্দেশ। এমনকি মিলছে সন্দেশের ওয়ার্ল্ড কাপ। বিভিন্ন ধরণের সন্দেশ মিষ্টির পাশাপাশি ক্ষীরের মেসির মূর্তিও এখনই বুক করে নিয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা। তিন ফুটের ওই মেসির মূর্তি তৈরী হয়েছে ১৭ কেজি ক্ষীর ও সন্দেশ দিয়ে।