মাধ্যমিকের খাতা (Madhyamik Answer Sheet) দেখতে গিয়ে বিষ্মিত পরীক্ষকরা। উত্তরপত্রে 'খেলা হবে' (Khela Hobe) স্লোগান লিখেছেন বেশ কিছু পরীক্ষার্থী। উচ্চমাধ্যমিকে (Higher Secondary) এর পুনরাবৃত্তি ঠেকাতে বিশেষ ব্যবস্থা সংসদের।
গত বিধানসভা ভোটে (Assembly Election 2021) রাজ্যের রাজনীতিতে ব্যাপক জনপ্রিয় হয় 'খেলা হবে' স্লোগান। গোয়া, পঞ্জাব ও উত্তরপ্রদেশের ভোটেও বিভিন্ন ভাষাতেও শোনা গিয়েছে এই স্লোগান। এবার মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রেও দেখা গিয়েছে সেই একই স্লোগান।
২ এপ্রিল থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam)। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় যাতে কেউ এই রাজনৈতিক স্লোগান না লেখে, তা নিশ্চিত করতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। গাইডলাইনে বলা হয়েছে, উত্তরপত্রে কোনও অশোভন বাক্য, ছবি বা রাজনৈতিক স্লোগান লেখা যাবে না। নির্দেশ অগ্রাহ্য করলে উত্তরপত্রটি বাতিল করা হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। একঘণ্টার মধ্যে কোনও পড়ুয়া হল থেকে বেরিয়ে গেলে নির্দিষ্ট দিনের ওই উত্তরপত্র বাতিল করবে সংসদ। অভিভাববনকে স্কুলের প্রবেশপথ পর্যন্ত যেতে পারবেন।
আরও পড়ুন: ৩১ মার্চ শেষ তারিখ, তার আগেই করুন প্যান-আধার লিঙ্ক, জেনে নিন উপায়
মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিক চলাকালীনও কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রিত হবে। এবার পরপর দুবার বদল হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি। উপনির্বাচন ও সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার দিন ঘোষণায় বারবার সূচি বদল হয়। ১২ এপ্রিল আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচন। ভোট পিছনোর আবেদন মানেনি নির্বাচন কমিশন। চলতি বছর নিজেদের স্কুলেই উচ্চমাধ্যমিক দেবে পরীক্ষার্থীরা। এছাড়া ২১, ২৪, ২৫, ২৯ এপ্রিল ও ১ ও ৪ মে জয়েন্ট এন্ট্রাস মেইনের পরীক্ষা। আসানসোল ও বালিগঞ্জে ভোটের কাজে বেশ কিছু স্কুল নেওয়া হবে। এই কারণে পরীক্ষাসূচি বদলানো হয়েছে। পরীক্ষার দিন ছাড়া বাকি দিনগুলোয় স্কুলে স্বাভাবিক ক্লাস হবে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবে সংসদ।