রাজ্য জয়েন্টে প্রথম স্থান দখল করলেও IIT-তে ভর্তি হতে আগ্রহী প্রথম স্থানাধিকারী কিংশুক পাত্র। তাঁর বাড়ি বাঁকুড়ায়। জানিয়েছেন, সাফল্যের চাবিকাঠি পাঠ্যপুস্তক। আগামী দিনে যাঁরা জয়েন্টে বসবেন তাঁদের রসায়ন, পদার্থবিদ্যা সহ বিভিন্ন পাঠ্যপুস্তক খুঁটিয়ে পড়ার পরামর্শ দিয়েছেন কিংশুক।
Read More- তৃণমূলে নয়া স্লোগান? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার কলকাতায়, কী লেখা?
বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে ফল ঘোষণা করা হয়। শীর্ষে রয়েছেন বাঁকুড়ার ছাত্র কিংশুক। তিনি জানিয়েছেন, ভালো ফলের আশা করলেও প্রথম স্থানে থাকবেন সেটা ভাবেননি তিনি। অবসর সময়ে বিজ্ঞানের বিষয়ে জানতে এবং সেগুলি নিয়ে চর্চা করতেই পছন্দ করতেন কিংশুক।
খেলাধুলোতেও যথেষ্ট আগ্রহ রয়েছে কিংশুকের। বিভিন্ন খেলা দেখতে পছন্দ করেন তিনি। মোট তিনজন গৃহশিক্ষক ছিল তাঁর। যদিও পাঠ্যপুস্তক খুঁটিয়ে পড়াতেই অভ্যস্ত কিংশুক।