শিবরাত্রি (Mahashivratri 2023), শিবের আরাধনা । প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় । সারাদিন-রাত উপোস থেকে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে শিবরাত্রি পালন করেন ভোলেনাথের ভক্তরা । এদিন ভক্তি মনে পুজো করলে সকলের মনের কামনা পূর্ণ হয় । প্রচলিত বিশ্বাস অনুযায়ী, অবিবাহিত মেয়েরা শিবরাত্রি করলে মনের মতো বর পায় । বিবাহিতদের বৈবাহিক জীবন সুখের হয় । এবছর কবে পড়েছে শিবরাত্রি, জেনে নিন...
এবছর শিবরাত্রি (Shivratri Time and Date) পড়েছে ১৮ ফেব্রুয়ারি । এদিন, রাত ৮টা ২ মিনিট থেকে শিবরাত্রি শুরু হচ্ছে । শেষ হবে ১৯ ফেব্রুয়ারি বিকেল ৪টে ১৮ মিনিটে । উপোস ও পুজো হবে ১৮ ফেব্রুয়ারিতেই । রাতে চার প্রহরে মহাশিবরাত্রির ব্রত পালনের নিয়ম রয়েছে ।
আরও পড়ুন, Valentines Day 2023 : ভ্যালেন্টাইন্স ডে-তে লাঞ্চ বা ডিনার ডেটে যাচ্ছেন কোথায় ? রইল রেস্তরাঁর খোঁজ
ধর্মীয় বিশ্বাস থেকেই দিনভর উপোস করে শিবের (Lord Shiva) মাথায় জল ঢালার রেওয়াজ রয়েছে হিন্দুদের মধ্যে । এ ছাড়া শিবের উপাসনায় দুধ, বেলপাতাও দেওয়া হয় । তবে জানেন কি, বছরের প্রতি মাসেই কিন্তু শিবরাত্রি পালিত হয় । তবে, মহাশিবরাত্রি (Maha Shivratri) বছরে একবারই আসে, এই ফাল্গুন মাসে । এর পিছনেও এক পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে ।