হুলুস্থুল কাণ্ড কলকাতা পুরসভায়। হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল ও বিজেপি কাউন্সিলররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হিমশিম খেতে হয় মেয়র ফিরহাদ হাকিমকে।
এদিকে পরিস্থিতি প্রথমে সামাল দেওয়ার চেষ্টা করেন মালা রায়। তিনিও একপ্রকার ব্যর্থ হয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন। পরে অবশ্য পুর সদস্য়দের অনুরোধে ফিরে আসেন তিনি।
জানা গিয়েছে শনিবার ছিল কলকাতা পুরসভার সাপ্তাহিক অধিবেশন। সেসময় বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় তৃণমূল কাউন্সিলর অসীম বসুর। উত্তপ্ত বাক্যবিনিময় হতে হতে হাতাহাতিতে পৌঁছে যায়। একইসঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন আর এক বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা এবং বোরো চেয়ারম্যান সুদীপ পোল্লেও।