সাইবার অপরাধ (Cyber Crime) নিয়ে মানুষকে সচেতন করতে এখন হামেশাই সোশ্যাল মিডিয়ায় মিম বানিয়ে পোস্ট করছে কলকাতা পুলিশ (Kolkata Police) । কয়েকদিন আগেও রঞ্জিত মল্লিক, টুথব্রাশ দিয়ে বানানো মিম বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । এবার মানুষকে সচেতন করতে কলকাতা পুলিশের ভরসা হয়ে উঠল জনপ্রিয় দক্ষিণী ছবি 'পুষ্পা-দ্য-রাইস' (Pushpa :The Rise) ।
সম্প্রতি, মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবিটি বক্স অফিসে ভাল ব্যবসা করেছে । ছবির সংলাপ থেকে গানে ছেয়ে গিয়েছে নেট দুনিয়া । এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সোমবার একটি মিম (Meme) পোস্ট করা হয়েছে কলকাতা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে । সেইসঙ্গে জরুরি বার্তাও দেওয়া হয়েছে । মিমে দেখা যাচ্ছে, ছবির অন্যতম চরিত্র স্রীনু পুষ্পাকে ফোন করে লটারিতে ২০ হাজার টাকা জেতার কথা বলে ওটিপি চাইছে । সঙ্গে সঙ্গে পুষ্পার বিখ্যাত ডায়লগ, 'পুষ্পা সমঝকে ফুল (Fool) সমঝে ক্যায়া, আভি তেরা নম্বর সাইবার পিএস কো হোয়াটসঅ্যাপ করেগা ম্যায় ' । বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, 'পুষ্পা নাম শুনে আমাকে বোকা ভাবছ ? তোর নম্বর সাইবার পিএসকে হোয়াটসঅ্যাপ করছি ।' সেইসঙ্গে মিমের নীচেই জুড়ে দেওয়া হয়েছে সাইবার পিএসের হোয়াটসঅ্যাপ নম্বর ।
আরও পড়ুন, Kolkata Police : KYC আপডেটের নামে বাড়ছে ব্যাঙ্ক জালিয়াতি, মিম বানিয়ে সতর্ক করল কলকাতা পুলিশ
সতর্কবার্তা এটাই যে, লটারির নাম করে ফোনে কোনও ওটিপি চাইলে তা কখনও কাউকে দেওয়া উচিত নয় । সাইবার ক্রাইমের পাশাপাশি বিগত কয়েকদিন ধরে করোনা আবহে মাস্ক পরার প্রয়োজনীয়তা নিয়ে নানা অভিনব পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)।