সাইবার অপরাধ (Cyber Crime) নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে আজকাল প্রায়ই সোশ্যাল মিডিয়ার (Social Media) সাহায্য নিচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police) । সম্প্রতি, KYC আপডেটের নামে ব্যাঙ্ক জালিয়াতি বাড়ছে । অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন । এবার এই বিষয়ে মানুষকে সতর্ক করতে সোশ্যাল মিডিয়ায় মিম (Meme) পোস্ট করল কলকাতা পুলিশ ।
কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে পোস্ট করা মিমে দেখা যাচ্ছে, এক দুষ্কৃতী ব্যাঙ্ক কর্মীর পরিচয় দিয়ে ফোনে থাকা অপর ব্যক্তিকে KYC আপডেটের জন্য লিঙ্কে ক্লিক করতে বলছে । আর ফোনের ওপারে কে জানেন ? স্বয়ং রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) । তিনি বললেন, ওরে ধাপ্পাবাজ এবার হবে তোর পর্দাফাঁস । এই মিমের নিচেই কলকাতা পুলিশের তরফে একটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে । হেল্পলাইন নম্বরটি হল ৮৫৮৫০৬৩১০৪ ।
আরও পড়ুন, Kolkata Police: পাসওয়ার্ড হল টুথব্রাশের মতো, নিজেরটা কাউকে দেবেন না, সচেতন করছে কলকাতা পুলিশ
সাইবার প্রতারকদের এখন নতুন অস্ত্র হল KYC আপডেট । পুলিশ সূত্রে খবর, KYC আপডেটের নাম করে ব্যাঙ্ককর্মীর পরিচয় দিয়ে SMS-এ একটি লিঙ্ক পাঠায় প্রতারকরা । ওই লিঙ্কে ক্লিক করলেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় সব টাকা । অনেকেই এই ফাঁদে পা দিচ্ছেন । কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় এই নিয়ে অভিযোগের পাহাড় জমছে । তাই সোশ্যাল মিডিয়ায় মিমের মাধ্যমেই সচেতনতার বার্তা দিল কলকাতা পুলিশ ।
কয়েকদিন আগেও টুথব্রাশের সঙ্গে পাসওয়ার্ডের তুলনা টেনে মানুষকে সচেতন করেন তাঁরা । তাছাড়া, বিগত কয়েকদিন ধরে করোনা আবহে মাস্ক পরার প্রয়োজনীয়তা নিয়ে নানা অভিনব পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)।