আজ, ৩১ ডিসেম্বর । এ বছরের শেষ দিন । উৎসবের আমেজ শহর কলকাতা জুড়ে । বছর শেষে কোথাও পিকনিক, কোথাও আবার পার্টির আয়োজন । কিংবা শহর কলকাতার রাস্তায় উৎসবের আমেজে গা ভাসিয়ে দেবেন অনেকে । তাই যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য বর্ষশেষ ও বছরের (New Year 2023) প্রথম দিনে বেশ কিছু নিয়ম-কানুন জারি করেছে কলকাতা পুলিশ (Kolkata Traffic Police) । তাই বছরের শেষ ও প্রথম দিনে রাস্তায় নামার আগে জেনে নিন কোন রোড দিয়ে যান চলবে কতক্ষণ, পার্কিং কোথায় কোথায় থাকছে না ।
পার্কিং থাকছে না মূলত, পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট ,উডস্ট্রিট,মিডলটন স্ট্রিট, কিড স্ট্রিট, রাসেল স্ট্রিট,রয়েড স্ট্রিটে । তবে, রাসল স্ট্রিটের পূর্ব এবং পশ্চিমে এবং ফ্রি স্কুল স্ট্রিটের পশ্চিমে রয়েড এবং মার্কিস স্ট্রিটের মাঝামাঝি পার্কিংয়ের ব্যবস্থা থাকছে । এছাড়া, কোথায় কীভাবে যান চলাচল করবে দেখে নেওয়া যাক...
আরও পড়ুন, Sundarban Tourism: বর্ষ শেষে উপচে পড়া ভিড় সুন্দরবনে
পার্ক স্ট্রিট থেকে এজেসি বোস রোড পর্যন্ত ক্যামাক স্ট্রিটে গাড়ি চলাচল করবে উত্তর থেকে দক্ষিণে
জওহরলাল নেহরু রোড থেকে এজেসি বোস রোড পর্যন্ত পার্ক স্ট্রিটে একমুখী যান চলাচল । রাত ২টো পর্যন্ত যান চলাচল করবে
ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটের দিকে কোনও গাড়ি যাবে না
রাসল স্ট্রিটে গাড়ি যাবে দক্ষিণ থেকে উত্তরে
হো চি মিন সরণীতে একমুখী যান চলাচল
ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটের দিকে কোনও গাড়ি যাবে না