উৎসবের আমেজে বাড়ল তাপমাত্রার পারদও। আজও এই স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা (Highest Temperature) হতে পারে ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা (Lowest Temperature) হতে পারে ১৬ ডিগ্রি। সকাল থেকেই কুয়াশা(Fog)-র চাদরে মোড়া গোটা শহর। বেলা গড়াতেই ধীরে ধীরে রোদ উঠতে শুরু করবে। আগামী দুই-তিনদিনও তাপমাত্রার পারদ ওঠানামা করবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী। শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি ধীরে ধীরে নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হচ্ছে। এই নিম্নচাপ অক্ষরেখা টি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে রয়েছে, সেই কারণেই তাপমাত্রার এই উত্থান।