এমনিতে নেপালের উৎসব, তবে নেপালের একটু নীচে শিলিগুড়িতেও মহা আড়ম্বরে উদযাপিত হল কুকুর তিহার।
দিন কয়েক পরেই আসছে ভাইফোঁটা, তার আগ দিয়ে এ যেন সারমেয়দের ভাইফোঁটা। উদযাপনে মাতল শিলিগুড়ির ডগ রেসকিউ সেন্টার। উদ্ধার করা পথকুকুরদের ভরিয়ে দেওয়া হল ভালবাসায়।
ফুল-চন্দন-ধুপ দিয়ে বরণ করা হল তাদের, গলায় পরিয়ে দেওয়া হল মালা। মিষ্টি মুখের পর্বও বাদ গেল না। সঙ্গে উপরি পাওনা অফুরান ভালবাসা। এমন রাজকীয় আপ্যায়নে বেজায় খুশি সারমেয়রা। লেজ নেড়ে নেড়ে ভালবাসা আর অনেকটা কৃতজ্ঞতা জানাল তাঁরাও।