সাইবার অপরাধের প্রতিবাদ করায় হামলার অভিযোগ আসানসোলের কুলটিতে। অভিযোগ, বৃহস্পতিবার রাতে নিয়ামতপুরের মুচিপাড়ার বাসিন্দাদের উপর হামলা এই সাইবার অপরাধে যুক্ত বেশ কয়েকজন দুষ্কৃতী। একাধিক বাড়িতে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। ঘটনার জেরে কমবেশি আহত হন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ছুটে আসে কুলটি থানার পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলেই খবর।
বাসিন্দাদের অভিযোগ, এলাকা থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরেই ঝাড়খন্ডের জামতারা। পার্শ্ববর্তী এলাকা হওয়ার কারণে জামতারা থেকে সাইবার অপরাধীরা এই এলাকায় ঢুকে প্রায়শই অপরাধ চালায় বলেও অভিযোগ। রাজ্য পুলিশের পাশাপাশি সম্প্রতি ভিন্ রাজ্যের পুলিশের হাতেও মুচিপাড়ার বেশ কয়েকজন যুবক গ্রেফতার হতে সাময়িক কিছুটা শান্তি ফিরেছিল এলাকায়। এমনকি, সেইসময় সাইবার অপরাধীদের উৎপাত সহ্যের সীমা ছাড়ালে প্রতিবাদ করেন স্থানীয়রা। পুলিশের অনুমান, তারই বদলা নিতে এই হামলা চালায় অপরাধীরা। পাশাপাশি, এলাকার বেশকিছু বাসিন্দাদের মারধর করা হয় বলেও অভিযোগ।
আরও পড়ুন- Chetan Sharma Resigns: জাতীয় নির্বাচকের পদ থেকে ইস্তফা চেতনের, স্টিং অপারেশনে মুখ খোলার জের?