Madan Mitra:'স্ত্রীকেও ৫ জন স্বামী ভাগ করে খেতে পারেন', বিতর্কিত মন্তব্য মদনের, 'তালজ্ঞানহীণ' বললেন কুণাল

Updated : Feb 08, 2023 09:41
|
Editorji News Desk

ফের বিতর্কে তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র । মিড-ডে মিলে বেতন ভাগ করে নেওয়ার  প্রসঙ্গে দ্রৌপদীর তুলনা টেনে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি । মদনের মন্তব্যকে 'নারীবিদ্বেষী' বলেছেন বিরোধীরা । এমনকী, মদনের মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল । কুণাল ঘোষ টুইট করে লিখেছেন, 'মহাকাব্যের বিভ্রান্তিকর তালজ্ঞানহীন ব্যাখ্যামুলক তুলনা কাম্য নয়।'

কী বলেছিলেন মদন মিত্র ?

রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল । মিড -ডে মিল প্রকল্পের কাজ খতিয়ে দেখতে স্কুলে স্কুলে ঘুরছেন তাঁরা । সম্প্রতি, দক্ষিণ ২৪ পরগণার একটি স্কুলে গিয়ে তাঁরা দেখেন, মিড ডে মিল পরিবেশনের দায়িত্বে থাকা ৭ জন বেতন পান না । ৫ জন বেতন পান । সেই বেতনই ৭ জনের মধ্যে ভাগ করে দেওয়া হয় । এ প্রসঙ্গে, মদন মিত্রকে প্রশ্ন করা হলে বিধায়ক মহাভারতের প্রসঙ্গে টেনে বলেন, 'কুন্তী বলেছিলেন, যা এনেছ ৫ ভাইয়ের মধ্যে ভাগ করে খাও । পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের কালচার হচ্ছে স্ত্রীকেও ৫ জন স্বামী ভাগ করে খেতে পারেন । যদি পাঁচটা রুটি থেকে কিছু অতিরিক্ত থাকে, সেটা যদি ২ জন গরিব লোক খায় । তাতে অসুবিধার কী আছে ? তবে আমি নীতিগতভাবে বলব পাঁচ জনের খাবার কেন সাতজনকে দেবেন ?'  যদিও মদনের দাবি, তিনি খাবার ভাগ করে খেতেই পছন্দ করেন।

মদনের এই মন্তব্যের পর থেকে তোলপাড় রাজনৈতিক মহল । কুণাল ঘোষ তীব্র নিন্দা করেছেন । টুইটে তৃণমূলের মুখপাত্র লেখেন, "মিড ডে মিল সংক্রান্ত প্রশ্নের জবাবে মদন মিত্র যা বলেছেন তার তীব্র নিন্দা করছি। শব্দচয়ন ও বাক্য গঠনের ক্ষেত্রে সকলেরই অনেক বেশি দায়িত্বশীল ও সতর্ক হওয়া উচিত। মহাকাব্যের বিভ্রান্তিকর তালজ্ঞানহীন ব্যাখ্যামুলক তুলনা কাম্য নয়।" অন্যদিকে, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের কথায়, দলের সাইড লাইনে দলে যাওয়ায় এসব মন্তব্য করে প্রাসঙ্গিক থাকতে চাইছেন কামারহাটির বিধায়ক । 

madan mitrakunal ghoshmid-day meal

Recommended For You

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা
editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর

editorji | লোকাল

Panagragh Accident : সুতন্দ্রার মৃত্যুতে অধরা দুষ্কৃতীরা, পানাগড়ের ঘটনায় পুলিশের তত্ত্ব খারিজ পরিবারের

editorji | লোকাল

Panagragh Accident : রাতের রাস্তায় ফের ‘দুঃশাসন’, পানাগড়ে তরুণীকে উত্যক্ত করে ধাওয়া, গাড়ি উল্টে মৃত্যু