ফের বিতর্কে তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র । মিড-ডে মিলে বেতন ভাগ করে নেওয়ার প্রসঙ্গে দ্রৌপদীর তুলনা টেনে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি । মদনের মন্তব্যকে 'নারীবিদ্বেষী' বলেছেন বিরোধীরা । এমনকী, মদনের মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল । কুণাল ঘোষ টুইট করে লিখেছেন, 'মহাকাব্যের বিভ্রান্তিকর তালজ্ঞানহীন ব্যাখ্যামুলক তুলনা কাম্য নয়।'
রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল । মিড -ডে মিল প্রকল্পের কাজ খতিয়ে দেখতে স্কুলে স্কুলে ঘুরছেন তাঁরা । সম্প্রতি, দক্ষিণ ২৪ পরগণার একটি স্কুলে গিয়ে তাঁরা দেখেন, মিড ডে মিল পরিবেশনের দায়িত্বে থাকা ৭ জন বেতন পান না । ৫ জন বেতন পান । সেই বেতনই ৭ জনের মধ্যে ভাগ করে দেওয়া হয় । এ প্রসঙ্গে, মদন মিত্রকে প্রশ্ন করা হলে বিধায়ক মহাভারতের প্রসঙ্গে টেনে বলেন, 'কুন্তী বলেছিলেন, যা এনেছ ৫ ভাইয়ের মধ্যে ভাগ করে খাও । পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের কালচার হচ্ছে স্ত্রীকেও ৫ জন স্বামী ভাগ করে খেতে পারেন । যদি পাঁচটা রুটি থেকে কিছু অতিরিক্ত থাকে, সেটা যদি ২ জন গরিব লোক খায় । তাতে অসুবিধার কী আছে ? তবে আমি নীতিগতভাবে বলব পাঁচ জনের খাবার কেন সাতজনকে দেবেন ?' যদিও মদনের দাবি, তিনি খাবার ভাগ করে খেতেই পছন্দ করেন।
মদনের এই মন্তব্যের পর থেকে তোলপাড় রাজনৈতিক মহল । কুণাল ঘোষ তীব্র নিন্দা করেছেন । টুইটে তৃণমূলের মুখপাত্র লেখেন, "মিড ডে মিল সংক্রান্ত প্রশ্নের জবাবে মদন মিত্র যা বলেছেন তার তীব্র নিন্দা করছি। শব্দচয়ন ও বাক্য গঠনের ক্ষেত্রে সকলেরই অনেক বেশি দায়িত্বশীল ও সতর্ক হওয়া উচিত। মহাকাব্যের বিভ্রান্তিকর তালজ্ঞানহীন ব্যাখ্যামুলক তুলনা কাম্য নয়।" অন্যদিকে, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের কথায়, দলের সাইড লাইনে দলে যাওয়ায় এসব মন্তব্য করে প্রাসঙ্গিক থাকতে চাইছেন কামারহাটির বিধায়ক ।