ভিন রাজ্যের শ্রমিক এনে অবৈধ কয়লা খাদানে কাজের অভিযোগ। হঠাৎ সেই খাদানে ধস। অন্তত ২৫ জন শ্রমিক আটকে থাকার আশঙ্কা আসানসোলে (Asansol Coal Mine)। রবিবার সকালে কুলটি থানার বোডরা গ্রামে বিসিসিএলের ১২ নম্বর হাজলা পিটের বিস্তীর্ণ অংশে ধস নামে। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।
এখনও পর্যন্ত কতজন খাদানে আটকে আছে, তা জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবৈধ খনিতে কয়লা চুরিল করতে নেমেই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও তা নিয়ে মুখ খোলেনি বিসিসিএল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: উল্টে গেল যাত্রীবোঝাই বাস, ভয়াবহ দুর্ঘটনায় নিহত এক, আহত ৪০
গ্রামবাসীরাও এই নিয়ে মুখ খোলেনি। অভিযোগ, রবিবার ভোরে খনিতে কয়লা চুরি করতে নামেন কয়েকজন। সেই সময় আচমকা খনিতে ধস নামে। তাতেই চাপা পড়েছেন কয়েকজন।