বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের CBI হেফাজতে (Lalan Seikh) রহস্য মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। লালনের পরিবারের অভিযোগ CBI খুন করেছে লালনকে, যদিও CBI এর দাবি তিনি আত্মহত্যা করেছেন৷ এবার CID তদন্তের দাবিতে মৃত দেহ ফেরালেন স্ত্রী রেশমা। তাঁর আরও অভিযোগ লালনের জিভ কেটে নিয়েছে CBI।
ইতিমধ্যেই এই অভিযোগ নিয়ে রামপুরহাট থানায় মামলা দায়ের করেছেন মৃত লালন শেখের স্ত্রী রেশমা বিবি। কয়েকজন সিবিআই আধিকারিকদের নাম করেই অভিযোগ তুলেছেন রেশমা।
রেশমা বিবির অভিযোগ, CBI এর এক আধিকারিক লালনকে হেফাজতে খুনের হুমকি দিয়েছিলেন৷ লালনকে বগটুই নিয়ে গিয়ে তাঁর স্ত্রীকেও মারধর করা হয়েছিল। এমনকি ৫০ লাখের বিনিময়ে মামলা 'সেটল' করে দেবেন বলে ঘুষ ও চাওয়া হয় বলে অভিযোগ। এবার গোটা ঘটনার CID তদন্ত চাইলেন তার পরিবার।