রাষ্ট্রায়ত্ব সংস্থা বিক্রির প্রতিবাদ সহ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একগুচ্ছ দাবিতে ২৮ এবং ২৯ মার্চ দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। ধর্মঘটকে সমর্থন জানিয়েছে সিপিএম (CPM) সহ বামপন্থী দলগুলি। এই রাজ্যে বামফ্রন্ট (Left Front) ধর্মঘটের সমর্থনে রাস্তায় নামার কথা জানিয়েছে৷ রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বনধ মোকাবিলায় প্রস্তুত থাকবে পুলিশ। কোথাও জোর করে জনজীবন স্তব্ধ করা যাবে না।
৪৮ ঘণ্টার ধর্মঘট সফল করতে কলকাতা(Kolkata) সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করা হবে বামপন্থীদের তরফে। আটকানো হবে জাতীয় এবং রাজ্য সড়কও। কলকাতায় ধর্মঘটের সমর্থনে কেন্দ্রীয় মিছিলে উপস্থিত থাকবেন শীর্ষ বামপন্থী নেতারা। বিভিন্ন জায়গায় রেল অবরোধের চেষ্টা করবেন ধর্মঘট সমর্থকেরা। ব্যাঙ্ক ইউনিয়নগুলি বনধ সমর্থন করায় দু'দিন স্তব্ধ থাকবে পরিষেবা।
আরও পড়ুন: West Bengal News: সোম-মঙ্গলের ধর্মঘট রুখতে কড়া নবান্ন, বিজ্ঞাপ্তি জারি করে বাতিল ছুটি
বনধ রুখতে আগেই নির্দেশিকা জারি করেছে নবান্ন। কলকাতার স্পর্শকাতর জায়গাগুলিতে মোতায়েন থাকবে পুলিশ। রেল বা সড়ক অবরোধ করলে গ্রেফতার করা হবে। সব মিলিয়ে ধর্মঘট ঘিরে চড়ছে পারদ।