১৯ ডিসেম্বর বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক। তার আগে নিজেদের মধ্যেই মহড়া বৈঠক চাইছেন বাম শরিক সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লকের নেতারা। সিপিআইয়ের এক সর্বভারতীয় নেতা জানিয়েছেন, ১৬-১৭ ডিসেম্বর জাতীয় কার্যনির্বাহী বৈঠক আছে। দলের মধ্যে ইন্ডিয়ায় তাঁদের অবস্থান কী হবে, তা ঠিক করে নিতে একটি মহড়া বৈঠক প্রয়োজন বলে মনে করছে সিপিআই। আরএসপি ও ফরওয়ার্ড ব্লকের নেতারাও চাইছেন, বৈঠকের আগে একটি ঘরোয়া বৈঠক।
১৯ ডিসেম্বর মূলত লোকসভার আসন সমঝোতা নিয়ে বৈঠক করবে বিরোধী দল জোট ইন্ডিয়া। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বাংলার আসন নিয়ে হাইকম্যান্ডের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছে কংগ্রেস হাইকম্যান্ড। তবে আনুষ্ঠানিকভাবে কিছু হয়নি। ১৯ ডিসেম্বরের উপর নির্ভর করবে, বাংলা থেকে ৪২টি মধ্যে কত আসনে লড়বে তৃণমূল। তার আগে কথা বলতে চাইছেন না কোনও কংগ্রেস নেতা। তবে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বাম শিবির কিছুটা ধাক্কা খেতে পারে লোকসভার আসন সমঝোতা নিয়ে। চলতি বছর উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট যেভাবে এগিয়েছিল, তা লোকসভায় অনেকটাই জায়গা হারাতে পারে। সিপিএম নেতারাও মনে করছেন, একা লড়লে তাঁদেরও অস্তিত্ব সংকটে পড়তে হতে পারে। তাই নিজেদের অবস্থান ঠিক করতে ১৯ ডিসেম্বরের আগে বৈঠক করে নিতে চাইছে বাম দলগুলি।