ডুয়ার্সের চা বাগান থেকে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার (Leopard Deadbody rescued) । বুধবার সকালে ডুয়ার্সের বানারহাট ব্লকের ডায়না চা বাগান (Dooars Tea Garden) থেকে চিতাবাঘের দেহ উদ্ধার হয় । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
বনদফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৬ টা নাগাদ বাগানের শ্রমিকরা কাজে যোগ দিতে যাওয়ার সময় ৩ নং সেকশনে একটি চিতাবাঘ দেখতে পান । প্রথমে কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায় । পরে কাছে গিয়ে তাঁরা দেখতে পান একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ মৃত অবস্থায় চা বাগানের নালায় পড়ে রয়েছে । খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে এবং বাগান কর্তৃপক্ষকে । খবর পেয়ে বনদফতরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে । তবে ঠিক কী কারণে মৃত্যু তা এখনও জানা যায়নি ।
আরও পড়ুন, Dilip Ghosh attacks Mamata Banerjee : 'বাণিজ্য সম্মেলন'-এর মতো নাটক বন্ধ হওয়া দরকার, আক্রমণ দিলীপের
বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের আধিকারিক শুভাশিস রায় জানান, সকালে চা বাগান কর্তৃপক্ষের কাছ থেকে ফোন আসে । একটি চিতাবাঘের মৃত্যুর খবর পাই । সেখানে গিয়ে দেখা যায় চিতাবাঘের দেহে পচন ধরেছে । দু-তিন দিন আগে চিতাবাঘটির মৃত্যু হয়েছে বলে অনুমান । দেহটি ময়নাতদন্তের জন্য গরুমারা প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ সর্ম্পকে জানা যাবে ।