মুকুল রায় প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর মতে, শেষ জীবনে মুকুলের (Mukul Roy) এত অপমান পাওনা ছিল না।
মুকুল রায় বীরভূমে বলেছিলেন, "বিজেপি মানেই তৃণমূল।" এরপর তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, মুকুলের মানসিক ভারসাম্য নেই৷ তিনি দলের কোনও পদেও নেই।
দিলীপের মন্তব্য, "মুকুলবাবু সিনিয়র নেতা। ওঁর সম্মান প্রাপ্য। তবে ওঁর নিজেরও হিসেব করে কাজ করা উচিত ছিল।"
তৃণমূলে গোয়া অভিযান প্রসঙ্গেও কটাক্ষ করেছেন দিলীপ। তাঁর মতে তৃণমূল টাকা দিয়ে সংগঠন করতে চাইছে।