কলকাতা পুরসভা নির্বাচনে (Kolkata Municipal Corporation election) ব্যপক ছাপ্পা দিয়েছে তৃণমূল। সেই পাপ ধুতে গঙ্গাসাগরে (Gangasagar) গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীকে এমনই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
দিলীপ বলেন, মমতা যদি সত্যি যদি গঙ্গাসাগরের উন্নয়ন চান তাহলে নির্দিষ্ট প্ল্যান নিয়ে কেন্দ্রের সাথে কথা বলুন। বিগত ১০ বছরে গঙ্গাসাগরে রাজ্য সরকার কী উন্নয়ন করেছে তা নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ।
আরও পড়ুন :Anubrata Mandal: রাজ্যসভার সাংসদ হতে বলেছিলেন মমতা, শুনে দল ছাড়তে চেয়েছিলেন অনুব্রত!
তিনদিনের গোয়া সফরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)। তা নিয়েও কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "গোয়াতেই থেকে যান উনি। বিমান কেনা হয়েছে, সেটা ব্যবহার করতে হবে তো! তৃণমূলকে ত্রিপুরার মানুষ উত্তর দিয়েছেন। গোয়ার জনতা আগেই বুঝে গিয়েছে। তাই ভেঙে গিয়েছে তৃণমূল। তৃণমুলের আসল রুপ সবাই বুঝে গিয়েছে।"