নাম না করে মুকুল রায়কে(Mukul Roy) 'পাগল' বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) । তিনি বলেন, 'রাজ্যের হিসাব পরিক্ষকের দায়িত্ব একজন পাগলের হাতে দেওয়া হয়, এটা আমি কোনও দিন দেখিনি ।'
প্রসঙ্গত, সোমবার লোকায়ুক্ত ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ নিয়ে বৈঠক ছিল রাজ্য বিধানসভায় । এই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল শুভেন্দু অধিকারীর । কিন্তু, বৈঠকে আসেননি শুভেন্দু । এরপরই বৈঠকে অনুপস্থিত থাকার জন্য শুভেন্দুকে কটাক্ষ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Bandopadhyay) । অভিযোগ করেন, "শুভেন্দু হয়তো রাজ্যপালের কাছে যাবেন, তাই এই বৈঠকে আসার প্রয়োজন বোধ করেননি । যতদিন আমি আছি, এধরনের ঘটনা কোনও বিরোধী দলনেতাকে করতে দেখিনি ।"
এদিন, পাল্টা মুকুল রায়ের প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী বলেন, "আমিও কখনও দেখিনি শাসক দলের সদস্য পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হয় । যাকে আবার পরিষদীয় মন্ত্রী বলে মানসিক ভারসাম্যহীন । মানসিক ভারসাম্যহীন মানে চলতি কথায় পাগল বলা হয় । তাহলে রাজ্যের হিসাব পরিক্ষকের দায়িত্ব একজন পাগলের হাতে দেওয়া হয় । এটাও আমি কোনও দিন দেখিনি । এটা এই অধ্যক্ষের আমলে হয়েছে ।"
আরও পড়ুন, Municipal Election Date: ঝুলে রইল হাওড়া ও বালি, ২২ জানুয়ারি চার পুরনিগমে ভোট
তিনি আরও বলেন, " আমি কোথায় কোথায় যাচ্ছি, কী করছি, এই বিষয়ে এখন অধ্যক্ষও খোঁজ রাখছেন দেখে ভালো লাগছে ।"
হাওড়া পুরসভার বিল নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "এটা বিল নয় । এটা একটা আলাদা ইস্যু । তাই এই বিষয় চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাজ্যপালই । তবে এই বিষয়ে আমি রাজ্যপালকে যা জানানোর জানিয়েছি ।"