মাস্ক (Mask) না পরে রাস্তায় বেরতেই সরাসরি পুলিশের খপ্পরে। কাউকে বোঝানো হল। কাউকে আবার তোলা হল পুলিশ ভ্যানে। সবার মুখে পরিয়ে দেওয়া হল মাস্ক। বাঁকুড়া শহরের মাচানতলায় জেলা পুলিশের সচেতনতা প্রচারে দেখা মিলল এমনই ছবির।
আরও পড়ুন:Purulia : করোনার তৃতীয় ঢেউ রুখতে সতর্ক পুরুলিয়া জেলা প্রশাসন, রবিবার সকালে মাস্ক নিয়ে চলল অভিযান
বাঁকুড়া সদর থানার আইসি-র উদ্যোগে বাঁকুড়া মাচানতলা প্রাঙ্গণে শুরু হলো সকাল থেকে সচেতনতা শিবির। যাঁরা মাস্ক পরে আসছেন না, তাঁদের বোঝানো হচ্ছে। চলছে মাইক প্রচার, মাস্ক বিলি। যাঁর তর্ক জুড়ছেন তাঁদেরকে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে থানায়। জরিমানা করে সচেতন করার চেষ্টা করছেন পুলিশকর্মীরা।