কুলতলিতে(Kultali) জীবনকে বাজি রেখে যাঁরা বাঘ(Tiger) ধরতে সাহায্য করেছেন, তাঁদের জন্য পুরস্কার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে বুধবার একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী(CM of Bengal)।
সুন্দরবনের(Sundarbans) দক্ষিণরায় কুলতলির(Kultali) বাসিন্দাদের ৬ দিন ধরে কার্যত নাজেহাল করে ছেড়েছে। বন দফতরের একাধিক টোপকে অগ্রাহ্য করে অতর্কিতে হামলা চালিয়েছে রয়েল বেঙ্গল টাইগার(Royal Bengal Tiger)। অবশেষে মঙ্গলবার ধরা পড়ে কুলতলির(Kultali) সেই ত্রাস। ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে বাঘটিকে(Tiger) কাবু করা হয়। স্বাস্থ্য পরীক্ষার পর বুধবার সকালে আবার তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন- Dilip Ghosh: পুরভোটে ছাপ্পার পাপ ধুতে গঙ্গাসাগরে গিয়েছেন মমতা, কটাক্ষ দিলীপের
সেই বাঘ ধরার অভিযানকেই এবার মান্যতা দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাই বুধবারের প্রশাসনিক বৈঠক থেকেই বাঘ ধরার অভিযানে নিযুক্ত সকল বনকর্মী(Foresters) এবং পুলিশদের(Police) জন্য পুরস্কার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী(CM of Bengal)।