শেয়ারের দরে কেন ধস নামল সে বিষয়ে আদানি গোষ্ঠীর কাছে ব্যাখ্যা চাইবে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা জীবন বিমা নিগম (এলআইসি)। পাশাপাশি, এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে আদানি গোষ্ঠী কী পরিকল্পনা নিচ্ছে তাও জানতে চাওয়া হবে। আদানি গোষ্ঠীর শেয়ারের দর নিয়ে আলোচনার মধ্যেই একথা জানিয়েছেন এলআইসির কর্ণধার এম কুমার।
আদানির শেয়ার পতনে কপালে ভাঁজে পড়েছে এলআইসিতে টাকা রাখা মধ্যবিত্তেরও৷ কারণ, আদানি গোষ্ঠীর শেয়ারে প্রায় সাড়ে ৩৬ হাজার কোটি টাকার লগ্নি রয়েছে এলআইসি-র। সেই কারণেই সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে আদানি গোষ্ঠীর ব্যাখ্যা চাইবে বিমা সংস্থাটি।
মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্টের জেরে সমস্যায় পড়েছে আদানি গোষ্ঠী। রিপোর্ট অনুযায়ী, গত ২৫ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আদানির সংস্থাগুলির লগ্নিকারীরা প্রায় ৯.৫ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ হারিয়েছেন। তবে কেন্দ্রীয় অর্থসচিব টি ভি সোমনাথন জানিয়েছেন, এলআইসি নিয়ে উদ্বেগের কারণ নেই। তাঁর যুক্তি, কোনও একটি নির্দিষ্ট সংস্থায় এলআইসির লগ্নি তার মোট লগ্নির তুলনায় এতটাই সামান্য যে সেই সংস্থার ভাগ্যের উপর এলআইসির ভাগ্য নির্ধারিত হয় না। ফলে এলআইসিতে যাঁদের বিমা রয়েছে, তাঁদের চিন্তার কারণ নেই। আদানির সংস্থায় এলআইসি বা এসবিআই-এর ১ শতাংশেরও কম অর্থ আটকে রয়েছে বলে জানিয়েছেন তিনি।