চাকরি প্রার্থীদের জন্য সুখবর । অফিসার পদে নিয়োগ করবে দেশের প্রথম সারির বিমা সংস্থা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (LIC of India) । ১০ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে । ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে (LIC Recruitment 2022) । ইচ্ছুক চাকরি প্রার্থীরা licindia.in ওয়েবসাইটে আবেদন করতে পারবেন ।
চিফ টেকনিক্যাল অফিসার, চিফ ডিজিটাল অফিসার এবং চিফ ইনফরমেশন অফিসার পদে নিয়োগ করা হবে ।
চিফ টেকনিক্যাল অফিসার: কোনও স্বীকৃত বোর্ড থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক অথবা এমসিএ পাস করতে হবে ।
চিফ ডিজিটাল অফিসার: বিজনেজ টেকনোলজি, কম্পিউটার সায়েন্স বা ডিজিটাল মার্কেটিং নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর প্রার্থীরা এই পদে আবেদনের যোগ্য । সেইসঙ্গে চাকরিপ্রার্থীকে ১৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন ।
চিফ ইনফরমেশন অফিসার: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন সিকিউরিটিতে সার্টিফিকেট থাকতে হবে । অথবা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন । ১৫ বছর কাছে অভিজ্ঞতা থাকতে হবে ।
আরও পড়ুন, Anganwadi Worker Recruitment: কলকাতার দুই কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞাপ্তি জারি
শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে আবেদনকারীকে ডাকা হবে । ইন্টারভিউ ও অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ করা হবে ।
জেনারেল প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০০ টাকা । আর সংরক্ষিতদের জন্য ১০০ টাকা আবেদন ফি দিতে হবে ।
আবেদনের জন্য প্রথমে এলআইসি-র ওয়েবসাইটে যেতে হবে । সেখানে কেরিয়ার অপশনে ক্লিক করতে হবে । তারপর 'অ্যাপ্লাই অনলাইন'-এ ক্লিক করে যাবতীয় তথ্য পূরণ করতে হবে । ছবি ও সই আপলোড করতে হবে । এরপর অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে ।