দমদম স্টেশনের আধুনিকীকরণের জন্য শিয়ালদহ উত্তর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হবে। বেশ কিছু ট্রেন বাতিল করা হবে এবং কিছু ট্রেনের রুট সংক্ষিপ্ত এবং পরিবর্তন করা হবে। রেলের তরফে এই খবর জানানো হয়েছে। ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ওই কাজ চলবে।
১৬ মার্চ থেকে দমদম স্টেশনে ইন্টারলকিং কাজের জন্য ভোগান্তির শিকার হয়েছিলেন রেল যাত্রীরা। সেসময় ৫২ ঘণ্টা ব্যাহত ছিল পরিষেবা। নিত্য যাত্রীদের আশঙ্কা, এবার ফের একইভাবে সমস্যায় পড়বেন তাঁরা।
৩০৩৫১ এবং ৩০৩১৩ মাঝেরহাট-বারাসত লোকাল
৩৩৩১১ বারাসত-হাসনাবাদ লোকাল
৩০৩২২ হাসনাবাদ-বিবাদি বাগ লোকাল
৩০১৪৫ বিবাদি বাগ-কৃষ্ণনগর সিটি লোকাল
৩০৩৫৭ মাঝেরহাট-মধ্যমগ্রাম লোকাল
৩০৩৫৮ মধ্যমগ্রাম-মাঝেরহাট লোকাল
৩০৩৬১ মাঝেরহাট-হাসনাবাদ লোকাল
৩৩২৮২ হাসনাবাদ-দমদম লোকাল
৩৩২৩১ দমদম-ব্যারাকপুর লোকাল
৩৩২৩২ ব্যারাকপুর-দমদম লোকাল
৩৩২৭১ দমদম-গোবরডাঙা লোকাল
৩৩৬৮৬ গোবরডাঙা-শিয়ালদহ লোকাল
৩০৩৩৩ মাঝেরহাট-হাবরা লোকাল
৩০৩৩২ হাবরা-মাঝেরহাট লোকাল
৩০৩৫৩ মাঝেরহাট-দত্তপুকুর লোকাল
৩০৩১৪ দত্তপুকুর-মাঝেরহাট লোকাল
৩৩৪২৫ শিয়ালদহ-বারাসত লোকাল
৩১২২৩ শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল
৩০১১৬ ব্যারাকপুর-বিবাদি বাগ লোকাল
৩০১১৩ বিবাদি বাগ-ব্যারাকপুর লোকাল
৩১২৪২ ব্যারাকপুর-শিয়ালদহ লোকাল