চলতি সপ্তাহে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে(Howrah-Burdwan Chord Line) বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। ফলে দুর্ভোগে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা। বর্ধমান কর্ড লাইনের চন্দনপুর, কামারকুণ্ডু -বারুইপাড়ায় ইন্টারলকিংয়ের কাজের(Interlocking System Work) দরুন এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্বরেল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর থেকে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত এই লাইনে বাতিল(Train Cancelled Today) করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে হাওড়া থেকে- ৩৬৮২৭, ৩৬০৮৩, ৩৬০৮৫, ৩৬০১১, ৩৬০৭১ মশাগ্রাম থেকে- ৩৬০৮৪,৩৬০৮৬ বর্ধমান থেকে-৩৬৮৪০ গুড়াপ থেকে-৩৬০৭২ বারুইপাড়া-৩৬০১২ সহ একাধিক লোকাল ট্রেন(Interlocking Work in Howrah-Burdwan Chord Line)।
আরও পড়ুন- TET Update: পর্ষদের কাছে দেওয়া ভুল তথ্য সংশোধনের সুযোগ পাবেন টেট উত্তীর্ণরা
উল্লেখ্য, এই ইন্টারলকিংয়ের কাজের জেরেই এই লাইনে ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ছিল ট্রেন চলাচল(Train Cancelled Today)। হাওড়া-বর্ধমান কর্ড লাইনের মধ্যে কামারকুন্ডু-বারুইপাড়া-চন্দনপুর যথেষ্ট ব্যস্ত রেল স্টেশন। ফলে রেলের এই সিদ্ধান্তে ফের সমস্যায় পড়তে চলেছেন অসংখ্য নিত্যযাত্রী।