এপ্রিলে নয়, আগামী মার্চেই হতে পারে রাজ্যের লোকসভা নির্বাচন। ২০২৪-এর এপ্রিলের গোড়ায় শেষ হতে পারে নির্বাচন, সূত্র মারফত খবর এমনই।
সদ্য শেষ হইয়া জি ২০ সম্মেলনের সাফল্যের পর আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের ‘কোয়াড’-সম্মেলন করার কথাও ভাবছে কেন্দ্র, প্রজাতন্ত্র দিবসের সময়ে।
Mamata Banerjee-Sourav Ganguly: লগ্নি টানতে লা লিগায় 'দাদা' 'দিদি', মাদ্রিদে হাজির মমতা-সৌরভ
আগামী ২১ থেকে ২৪ জানুয়ারির মধ্যে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান রাখার কথাও ভেবেছে কেন্দ্রীয় সরকার। বড় ইভেন্টের পর বেশি সময়ের ব্যবধান না রেখে লোকসভা নির্বাচন সম্পন্ন করলে তার প্রভাব পড়বে ভোট ব্যাঙ্কে, এই আশা থেকেই নির্বাচন মাস খানেক এগিয়ে আনার ভাবনা ভেবেছে কেন্দ্র।