পুজোর আর হাতে গোনা মাত্র কটা দিন বাকি, তবুও পুজোর মেজাজ যেন কিছুতেই ফিরছে না বাংলায়। ফিরবেই বা কীভাবে? শরতের আকাশে পেঁজা তুলোর মতো মেঘের দেখা তো নেই-ই। উল্টে সকাল থেকে সন্ধে দিনভর বৃষ্টি। পুজোর আগে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বুধবার সকাল থেকেই আকাশভেঙে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দিনভর বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস।
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই দুর্যোগ চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস, আর দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিও হতে পারে।
আজ কলকাতা সহ হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রির কাছে। তবে বৃষ্টি হলেও অস্বস্তি কিন্তু বজায় থাকছেই। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং ন্যূনতম ৭০ শতাংশ।