এবারও ধোনিই নেতৃত্ব দেবেন চেন্নাই সুপার কিংসকে। নিলামের দিন জানিয়ে দিলেন কোচ স্টিফেন ফ্লেমিং। এবার নিলামে ড্যারিল মিচেল ও রাচিন রবীন্দ্রের মতো ক্রিকেটারকে কিনে নিয়েছে চেন্নাই। তাঁরাও ধোনির নেতৃত্বেই খেলবেন।
ধোনির পর কাকে চেন্নাইয়ের অধিনায়ক করা হতে পারে? এই প্রশ্নের জবাবে সরাসরি ফ্লেমিং জানিয়ে দেন, এ নিয়ে বিগত ১০ বছর ধরে আলোচনা করা হয়েছে। কিন্তু দল ও ফ্র্যাঞ্চাইজির আবেগের সঙ্গে জড়িয়ে ধোনি। তাই আসন্ন IPL এর চেন্নাই-এর নেতৃত্ব দেবেন ক্যাপ্টেন কুল।
মূলত ২০২২ সালে বড়সড় অঘটন ঘটেছিল। সেবার ধোনির পরিবর্তে জাদেজাকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু একাধিক কারণে মাঝপথে নেতৃত্ব ইস্তফা দেন তিনি। ফের দলের কঠিন সময়ে অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয় ধোনিকে।