তল্লাশি শেষ করে CBI অফিসাররা বেরিয়ে যেতেই ফের নিজের মেজাজে ধরা দিলেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলিউডের সিনেমার ডায়লগও দেন। বলেন, পাঠান অভি জিন্দা হ্যায়। তারপরেই সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে গিয়ে হাজির হন তিনি।
রবিবার সকাল থেকেই মদন মিত্রের বাড়িতে তল্লাশি শুরু করেন CBI গোয়েন্দারা। প্রায় ৬ ঘণ্টা তল্লাশি চালিয়ে বিকেল ৩টে নাগাদ বেরিয়ে যান তাঁরা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র জানান, CBI আধিকারিকদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছেন তিনি। তাঁর দাবি, যে সময়কালের নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে সেসময় তিনি জেল হেফাজতে ছিলেন।
মদন মিত্রের দাবি, কোনও রকম দুর্নীতির সঙ্গে জড়িত নন তিনি। টাকা নিয়ে কারোর চাকরি হয়নি বলে সাফ জানিয়ে দেন তৃণমূলের ওই বিধায়ক। এরই সঙ্গে তিনি জানিয়েছেন, CBI যতবার ডাকবে ততবারই যাবেন। এমনকি তাঁর মতো কোনও সাচ্চা নেতা নেই বলেও দাবি তাঁর।
Read More- ফিরহাদের পর মদনের বাড়িতেও CBI, পুর নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি
এদিকে CBIকে কটাক্ষ করতেও বাদ দেননি তিনি। তিনি বলেন, "CBI হল স্টেটাস সিম্বল। ওরা জানে এখানে এলে ক্যামেরা আসবে।" আগামী লোকসভা নির্বাচন নিয়েও মুখ খোলেন তিনি। সবশেষে জানিয়ে দেন, "মোদি যা রাহা হ্যায়, ইন্ডিয়া আ রাহা হ্যায়।”